Tnntv24.শফিকুল আলম ভুইয়া, রূপগঞ্জ:
হিন্দু সনাতন ধর্মাম্বলীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়দের সাথে রূপগঞ্জ থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ সেপ্টেম্বর ) দুপুরে রূপগঞ্জ থানা অডিটরিয়ামে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সভাপতিত্বে এ এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( গ-সার্কেল) মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা দূর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র পাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মাসহ উপজেলার সকল দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় সহকারী পুলিশ সুপার বলেন, হিন্দু ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। এ পূজা যেন সুন্দর ভাবে পালন করা হয়। সেজন্য রূপগঞ্জ থানা পুলিশ প্রত্যেকটি পূজা মন্ডপে নজরধারী রাখবে। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি, সাদা পোশাকধারী পুলিশ, আনসার বাহিনীর সদস্য থাকবে। এছাড়া বিশেষ নজরধারীর ক্ষেত্রে প্রতিটি মন্ডপে সি সি ক্যামেরার ব্যবস্থা রাখার জন্য প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন।