Tnntv24.রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাই করার সময় হাতে নাতে ৭ মহিলাকে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার ( ২৯ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টানমুশুরী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, কাঞ্চন ব্রীজ বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বলে মোক্তার (৩১) অটোরিকশায় ওঠে বাচ্চা সহ ৭ মহিলা। পরে অটোরিকশা চালক তাদেরকে নিয়ে কিছুদূর যাওয়ার পর টানমুশুরী এলাকায় পৌঁছালে অচেতন করার জন্য স্পে করে, পরে অটো চালক মোক্তার অটোরিকশা চালক বুঝতে পেরে চোর বলে চিৎকার দিলে ৭ মহিলাকে স্থানীয়রা ধরে ফেলেন। অটোচালক মোক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরে ছিনতাইকারী চক্রের ৭জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।
এ সময় উৎসুক জনতা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবৎ দিন-দুপুরে এভাবেই কৌশলে কোথাও যাওয়ার কথা বলে দলবেঁধে অটো চালকদের সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় স্পে মেরে, অস্রের ভয় দেখিয়ে অটো নিয়ে যায়। এরকম ফাঁদে পড়ে ইতোমধ্যে অনেকেই গাড়ি খুঁইয়ে নি:স্ব হয়েছেন।
পরে রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী বলেন
ঘটনাটি শুনেছি তবে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসবো।