Tnntv24.বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ:
পুলিশের মহাপরিদর্শক মো: ময়নুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজা নিয়ে কোন বিশৃঙ্খলা ও অপতৎপরতা সহ্য করা হবে না। তিনি আরো বলেন, আমরা একটি নতুন পরিবেশে পূজা উদাযপন করছি। এখানে অনেকের মনে শঙ্কা ছিলো, সেই শঙ্কাকে দূর করে সম্প্রীতির বাংলাদেশে হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান মিলে এই পূজা উদযাপন করছি। সারা বাংলাদেশে বত্রিশ হাজার পূজা মন্ডপে উৎসাহ উদ্দিপনা ও নিরাপত্তার মধ্যে দিয়ে পূজা উদযাপন হচ্ছে। পূজা বা যেকোন উৎসব পালন করা সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার। পুলিশ নিশ্চিত করছে সবাই যাতে তাদের স্ব স্ব ধর্ম পালন করতে পারে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে মন্ডপ পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।
আইজিপি আরো বলেন, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যাসহ সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম আবার পুরোদমে শুরু হয়েছে । এছাড়াও বিগত সময়ে যতগুলি হত্যাকান্ড হয়েছে সব ঘটনারই তদন্ত করা হবে। এই নারায়ণগঞ্জে বিগত সময়ে যারা সন্ত্রাসী করেছে এবং তাদের সেল্টার দাতা গডফাদার আজ নারায়ণগঞ্জে নেই।
এসময় তিনি আরো বলেন, ইতোপূর্বে কয়েকটি ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা আসামী গ্রেফতারসহ মামলা করেছি। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে সেজন্য সেনাবাহীনি, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ সকল বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করছি কোথাও অপ্রিতিকর কিছু ঘটবে না, পুলিশের পর্যবেক্ষণ সেলসহ সবকিছু তৎপর আছে। যদি কেউ কোন কিছু ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে আমরা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হবে। যারা সন্ত্রাসি, চাঁদাবাজি,টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত হবে তাদের সতর্ক করে বলেন, যেনো এ পথে পা না বাড়ায় তারা।
তিনি আরো বলেন, সাইবার ওয়ার্ল্ড নিয়ে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে অপতৎপরতা, গুজব ছড়ানো হচ্ছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পূজা উৎযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, উপদেষ্টা প্রবির কুমার সাহা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ এর অধিনায়ক লে: ক: তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নেতৃবৃন্দ।