Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার গণ আন্দোলনে গুলিবিদ্ধ নারায়ণগঞ্জের জুবায়েরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে ফয়সাল।
শনিবার ( ১৯ অক্টোবর ) জুবায়েরের চিকিৎসা ও সার্বিক খোঁজখবর নেন রাজধানীর সিএম এইচ হাসপাতালে। জি এম ফয়সাল চিকিৎসাধীন জুবায়েরের সার্বিক সহায়তা ও উন্নত চিকিৎসার আশ্বাস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজিবুল ইসলাম ও জুবায়েরের সহপাঠীরা।
গত ৪ আগস্ট নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হয়ে আহত হন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার জাহাঙ্গীর হোসেন ছেলে জুবায়ের হোসেন। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর ট্রমা ও বার্ন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জুবায়ের হোসেন।
আহত জুবায়েরের বাবা মোঃ জাহাঙ্গীর হোসেন স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে অংশ নিয়ে গুলিবাদ্ধ হয় তার ছেলে জুবায়ের হোসেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের কল্যাণে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।