বক্তাবলীর শীর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু ইসমাইল দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ভূক্তভোগীদের
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ করে হত্যা এবং হত্যা চেষ্টা ঘটনার অভিযোগে ভূমি দস্যু, চাঁদাবাজ এবং বক্তাবলী ইউনিয়নের ত্রাস ইসমাইলের বিরুদ্ধে কমপক্ষে তিনটি মামলা হয়েছে ফতুল্লা সহ বিভিন্ন থানায়। সম্প্রতি ফতুল্লা থানা পুলিশ ইসমাইলকে গ্রেফতার করেছে।
পুলিশের এক সূত্র থেকে জানা গেছে. জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ কর্মী নামধারী বক্তাবলী ইউনিয়ন এলাকার শীর্ষ সন্ত্রাসী,চাঁদাবাজ,ভূমি দস্যু ইসমাইল ছাত্র-জনতার বিপ্লবী আন্দোলনকে নস্যাৎ করার জন্য দমন পীড়নে সক্রীয় ভূমিকা রেখেছে। সন্ত্রাসী ইসমাইল সাবেক সংসদ সদস্য ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া শামীম ওসমানের অনুসারী ও বক্তাবলী ইউপি’র সাবেক চেয়ারম্যান শওকত আলীর সরাসরি কর্মী।
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তাবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলীর অন্যতম সেনাপতি ভূমি দস্য ইসমাইল। তার বাবার নাম সেকান্দার আলী। ভূমি দস্যু ইসমাইলের পূর্ব পেশা ছিল পোশাক কারখানার আয়রন ম্যান। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আয়রন ম্যানের চাকরি থেকে ইস্তফা দিয়ে বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলীর মুরিদানায় দিক্ষা নেয় ইসমাইল। তারপর ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে।
এলাকাসী অভিযোগ করেছে,ইসমাইলের অপকর্ম শুরু হয় মাদক সেবন ও মাদক ব্যবসা দিয়ে। পেছনে শক্তি হিসেবে রাজনীতি এবং রাজনৈতিক নেতা শওকত চেয়ারম্যানের নামটিই এলাকাবাসী উচ্চারণ করে। ইসমাইল মাদক ব্যবসার পাশাপাশী শুরু করে দখলবাজি। এলাকার নিরিহ মানুষের জমাজমি জোরজবস্তি দখল করে বিক্রি করা ইসমাইলের পেশা হয়ে দাঁড়ায়। সে বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপাল নগর এলাকার এক নম্বর ওয়ার্ডের ত্রাস হিসেবে আবির্ভূত হয়।
ফতুল্লা থানার পঞ্চবটির ধর্মগঞ্জ এলাকার হাবিবুর রহমান ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি ভূমি দস্যু ইসমাইলের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছে থানায়। হাবিবুর রহমানের ক্রয়কৃত জমিতে যেতে বাধা দেয় ভূমি দস্যু ইসমাইল। ১০ টাকা চাঁদা নাদিলে জমি ভোগদখল করতে পারবে না এবং প্রাণনাসেরও হুমকি দেয় হাবিবুর রহমানকে।
ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর এলাকার মোশারফ হোসেন ২০২২ সিলের ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে বলেন, ভুমি দস্যু ইসমাইল তার সাঙ্গপাঙ্গ নিয়ে মোশারফের ক্রয় করা ৬ শতাংশ জায়গা দখল করে নিয়েছে।
আসলাম নামে ইসমাইলের ভূমি ব্যবসার অংশিদার পরিচয় দানকারী থানায় লিখিত অভিযোগ করেছে, পর্যায়ক্রমে তার কাছ থেকে ৫৩ লাখ টাকা নিয়েছে ইসমাইল। সেই টাকার আসল এবং লাভাংশ কোন কিছুই তাকে দয়া হয়নি। টাকা ফেরৎ চাইলে প্রাণনাসের হুমকি দিয়ে ইসমাইল বলে,তুমি আমার কাছে কিসের টাকা পাবে ? তুমি আমার কাছে কোন টাকা পাবে না।
অপরদিকে সদর উপজেলার ফতুল্লা থানার চর বক্তাবলীর গোপাল নগর এলাকার হিরন বিবি ২০২১ সিলের ৪ অক্টোবর থানায় এক লিখিত অভিযোগ করেন ভূমি দস্যু ইসমাইলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, হিরন বিবির ১০ শতাংশ জমি ছেড়ে দেয়ার জন্য তার জমাতাকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে।
এমন অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে বক্তাবীল শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ইসমাইলের বিরুদ্ধে। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে অবৈধ উপায়ে কোটি কোটি টাকা কামিয়েছে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দস্যুতাসহ নানা রকম অপকর্মের মাধ্যমে। ভূক্তভুগীরা গ্রেফতারকৃত ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।