স্বৈরশাসক দোসরদের বিরুদ্ধে সোচ্চার
থাকতে হবে- মুহাম্মদ গিয়াসউদ্দিন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ৫ আগস্ট স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে মাদক ও চাঁদাবাজি থেকে মুক্ত করতে হবে। বিএনপির নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সেবা করুন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন আরও বলেন, “দেশের মানুষ যা চায়, আমরা তা পূরণ করতে অঙ্গীকারবদ্ধ। স্বৈরাচার যে ধ্বংসস্তূপ রেখে গেছে, সেখান থেকে দেশকে গড়ে তুলবো। উন্নয়ন ও জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করবো। জনগণের আশা-আকাঙ্ক্ষা ব্যাহত হয় এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না। জনগণের সঙ্গে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাব।”
তিনি বলেন, “মানুষের ভোটের অধিকার আদায়ে আমাদের আন্দোলন চলছে এবং চলতে থাকবে। যতদিন পর্যন্ত জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হয়, ততদিন আমরা সংগ্রাম চালিয়ে যাব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তাফা। পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সহ-সভাপতি আব্দুল আল-মামুন, এডভোকেট মাসুদুজ্জামান মন্টু, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।