নারায়ণগঞ্জে
গভীর শ্রদ্ধায়
ভাষা শহীদদের স্মরণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রভাত ফেরি বের হয়ে শহীদ মিনারে এসে উপস্থিত হয়। শহীদ মিনারে একে একে সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন, এরপর সাধারণ মানুষও ফুল হাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।
নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গন
শ্রদ্ধা জানাতে আসা মানুষের হাতে ছিল ফুল ও বাংলাদেশের পতাকা। নারীদের মাথায় ছিল ফুলের মুকুট, অনেকের গালে শহীদ মিনার আঁকা ছিল এবং বুকে কালো ব্যাজ ছিল। পাশাপাশি কিছু মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যান।
এদিন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, মহানগর যুবদল, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।
এছাড়াও, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শহীদ মিনারের চারপাশে রং-তুলির ছোঁয়ায় আলপনা আঁকা হয় এবং দিনব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা ভাষাপ্রেমীদের পাশে থাকেন।
এদিন, একুশের প্রথম প্রহরে, হাজার হাজার মানুষের ঢল নামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানাতে আসা অন্যান্যদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, স্থানীয় সরকার বিভাগ, বিকেএমইএ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।