বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা
মামলার
আসামী বাদীকে চেনে না
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র প্রচার সম্পাদক জানিয়েছেন, তার ছেলে মুড়াপাড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের মার্কেটিং বিভাগের ছাত্র ইয়ামিন প্রধান। সে একজন সাধারণ ছাত্র। ইয়ামিন কোন রাজনীতির সাথে জড়িত না। তার বিরুদ্ধে যিনি মামলা করেছেন ,মামলার বাদীকে আসামী এবং আসামীর পরিবারের সদস্যরা কেউ চেনেন না।
রোববার ( ২৩ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গেলো বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ছাত্র আন্দোলনের সময়ে ঢাকার রামপুরায় একটি মারামারির ঘটনায় ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে প্রধান আসামী রেখে আমার ছেলে ইয়ামিন প্রধানকে ২৫ নম্বর আসামী করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার ছেলে একজন সাধারণ শিক্ষার্থী। সে কখনও কোন রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো না। অপরদিকে মামলার বাদিকে কখনো দেখিনি আমাদেরও সে দেখেনি। তিনি, প্রধান উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে তদন্তের মাধ্যমে এ মামলা থেকে রেহাইয়ের আবেদন জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইয়ামিন প্রধানের মা রুজিনা বেগম, বোন তাসমিমা জাহান এবং ভাই আবিদুর রহমান।