নারায়ণগঞ্জে এসি বাস ভাড়া ৭০ টাকা
দাবিতে ডিসিকে স্মারকলিপি
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বাস মাফিয়া গং কোন কারণ ছাড়াই হঠাৎ ভাড়া বাড়িয়ে যাত্রীদের প্রতি জুলুম করার অভিযোগ উঠেছে। সেই লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া বৃদ্ধি ও অরাজকতা অবসানের লক্ষ্যে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সোমবার ( ৩ মার্চ ) দুপুরে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে ‘ঢাকা নগর পরিবহন’ নামে একটি কোম্পানি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাস চালু করে ৮০ টাকা ভাড়া আদায় করছে, যা যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। যাত্রীরা প্রতিবাদ জানালে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
ফোরামের পক্ষ থেকে আরো বলা হয়, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গণপরিবহন ব্যবস্থায় অরাজকতা চলছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে শামীম ওসমানের মাফিয়া বাহিনী গণপরিবহনকে চাঁদাবাজির উপকরণ হিসেবে ব্যবহার করেছিল। তবে ২০১১ সালসহ বিভিন্ন সময় জনগণের আন্দোলনের মুখে ভাড়া কমানো হয়েছিল।
গণঅভ্যুত্থানের পর কিছুটা পরিবর্তন আসলেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের নৈরাজ্য অব্যাহত রয়েছে। স্মারকলিপিতে জানানো হয়, বিআরটিসি এসি বাস বর্তমানে ৬৫ টাকা এবং বেসরকারি এসি বাস ৭০ টাকায় চললেও নতুন কোম্পানি ‘ঢাকা নগর পরিবহন’ ৮০ টাকা ভাড়া আদায় করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।