দুই চারটা বিবি থাকতেই পারে
বড় রাজনীতিকদের
ইনসাটে তানভীর ইমাম
তল্লাশিতে যাওয়া আরেক ব্যাক্তি নিজেকে আমজনতা পরিচয় দিয়ে বলেন ‘বড় বড় পলিটিশিয়ানদের দুই চারটা বিবি থাকতেই পারে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের কাজ করছি। আপনারা আপনাদের কাজ করেন।
তিনি আরো বলেন, আমরা যা করার করেছি, আপনারা যা করার করেন, এই কথা বলে চলে যান ওই ব্যক্তি।
আরেকজন বলেন, আমরা খবর পেয়েছি ছাত্র-জনতার আন্দোলনের সময় এক হত্যাকারী এখানে আছে। তাই এসেছি।
বিক্ষুব্ধরা ভবনের পাঁচতলার বাসায় ঢুকে তছনছ করেন আলমারি, ওয়্যারড্রব, লাগেজ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। রাত ১২টার দিকে ঘটনাস্থলে যায় গুলশান থানা-পুলিশ। কিছুক্ষণ পর আসে সেনাবাহিনী।
এরপর রাত আড়াইটার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করে তল্লাশি চালানো ব্যক্তিরা।
এ সময় তাদের কেউ কেউ নিজেদের সাধারণ জনগণ বলে পরিচয় দেন। গণমাধ্যমের সঙ্গে কথা না বলে চলে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।