শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন
ধর্ষকের বিচার দাবিতে
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
পূর্ব ঘোষণা অনুযায়ী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে এসে জাদুঘরের সামনে অবস্থান নেন। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
ধর্ষকের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অধিকাংশই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তারা সম্প্রতি সারা দেশে ঘটে যাওয়া নারীদের প্রতি বিভিন্ন সহিংসতায় ক্ষুব্ধ। এসব ঘটনায় দ্রুত বিচার চান।
ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।