মধ্য এপ্রিলে খালেদা জিয়া দেশে ফিরবেন
তারপর তারেক রহমান
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিছুদিন পরে দেশে ফিরতে পারেন।
তিনি জানান, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদের সময় দেশে ফিরে আসতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি জানান, আমাদের লিডারের দেশে ফিরে আসার সময় এখনও নিশ্চিত নয়। তবে, বেগম খালেদা জিয়া দেশে ফিরে যাওয়ার কিছুদিন পরে তার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। একসাথে তারা ফিরে আসবেন না, এমনটাই আমি বিশ্বাস করি।
এ অনুষ্ঠানে লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিমের সভাপতিত্বে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।