নারায়ণগঞ্জ শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
জাকির খাঁন মুক্ত হলে শহরে রাজনৈতিক পরিস্থিতি কি পরিবর্তন হবে,এমন প্রশ্ন অনেকের।Nafiz Ashraf.Tnntv24
জমির ধরণ ও পরিমাণ ভেদে ঘুষ,বিতর্কিত পূর্বাচল রাজস্ব সার্কেলেরএসিল্যান্ডের বদলি।Nafiz Ashraf.Tnntv24
গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে।Nafiz Ashraf.Tnntv24
আজ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে।Nafiz Ashraf.Tnntv24
এমন নারায়ণগঞ্জ গড়ব সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।Nafiz Ashraf.Tnntv24
দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে ।Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জের কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা:Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম-সম্পাদক ওবায়দুর রহমান:Nafiz Ashraf.Tnntv24
বিএনপি নির্বাচনি রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।Nafiz Ashraf.Tnntv24
বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে-প্রধান উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

মানব সেবায় একনিষ্ট যুবকদের পাশে থাকার অঙ্গিকারে মশিউর রনি। Nafiz Ashraf.Tnntv24

মানব সেবায় একনিষ্ট যুবকদের পাশে থাকার অঙ্গিকারে মশিউর রনি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মানব সেবায় একনিষ্ট যুবকদের পাশে থাকার অঙ্গিকারে মশিউর রনি। Nafiz Ashraf.Tnntv24

মানব সেবায় একনিষ্ট যুবকদের

পাশে থাকার অঙ্গিকার করলেন জেলা

যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মানব সেবায় একনিষ্ট যুবকদের পাশে থাকার অঙ্গিকার করলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি । তিনি বলেন, সমাজে মেধাবী ও ভালো মনের ছেলে মেয়েরা সংগঠিত হয়ে গরীব দু:খী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে,এটা খুবই ভালো কাজ। আমি তাঁদের কাজে অভিভূত। শনিবার ( ২৯ মার্চ ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার জামতলা ঈদগাহ’র মাঠে মুক্ত তরী সংগঠনের মুক্ত ইফতারে অংশ নিয়ে মশিউর এসব কথা বলেন।

 

এসময় তিনি বলেন, আমার এই এলকায় বিভিন্ন কাজে আসা হয়। আমি প্রতিদিনই দেখি এখানে ছেলেমেয়েরা কাপড় বিছিয়ে কিছু মানুষদের ইফতার করায়। প্রথম মনে করেছিলাম হয়তো তারা এখানে বন্ধুদের নিয়ে ইফতার করছে। কিন্তু পরে যানতে পারি তারা একটি সামাজিক সংগঠন, তারা সব সময় গরীব দুখি মানুষদের পাশে থাকে। তাদের এই মুক্ত ইফতারের আয়োজনটা আমার খুব ভালো লাগে। সমাজের মেধাবী এবং ভালো ছেলে মেয়েদের নিয়ে মুক্ততরী সংগঠনটি গঠন করা হয়েছে।সমাজের অনেক যুবকরা নেশা, আড্ডায় ও অনেক বাজে কাজের সাথে জড়িত থাকে। কিন্তু সেখানে কিছু ভালো যুবক এসে এই মুক্ততরী নামের এই সংগঠনকে গঠন করেছে। এই সংগঠনকে বিগত সময় অনেক ভালো ভালো কাজে জনগণের পাশে থেকেছে। আমি এই সংগঠনের বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং জানতে পেরেছি এরা বন্যার ত্রান দেওয়া থেকে শুরু করে খুদার্থকে একবেলা খাওয়ানোর মতো কার্যক্রমও করে থাকে। তাছাড়া কারো চিকিৎসার জন্য অর্থ দরকার বা কেউ মারা গেছে তার বিনামূল্যে দাফন কাফনের ব্যবস্থাও করে এই সংগঠন। মোটকথা যে কাজগুলো করলে সমাজে উপকৃত হয়ে থাকে সেই সকল কাজকেই মুক্ততরী সংগঠন করে। আমাদের সমাজে আমরা এমনই যুবকদের চাই। এই সংগঠনের সদস্যরা সকলেই ছাত্র। এখানে যুবকরা মাদককে না বলে সমাজের কল্যাণে যে এগিয়ে এসেছে এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যেহেতু ওরা প্রায় প্রতিবছরই ইফতারের আয়োজন করছে ইনশাআল্লাহ আগামী বছর ওদের ইফতারের আয়োজনে আমি পাশে থাকবো।

মুক্ততরীর সদস্য নেছার উদ্দিন সেলিম বলেন, ২০১৯ সাল থেকেই মুক্ততরী সমাজের সকল মানুষের পাশে থেকেছে। সমাজের খেটে খাওয়া মানুষের সকল সমস্যায় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওার চেষ্টা করেছি। যতোদিন বেঁচে আছি, আমরা চাই মুক্ততরী সংগঠনের মধ্যে দিয়ে সবার পাশে থাকার। শুধু ইফতারের আয়োজন নয়, শিশুদের বিনামুল্যে পাঠদান, ৫ টাকায় ভরপেট খাবারের মতো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি।মুক্ততরী আমাদের ভালোবাসার একটা জায়গা। আমাদের কার্যক্রম পরিচালনায় ফকির গ্রুপ, কাউন্সিলর খোরশেদসহ অনেকেই পর্দার আড়ালে থেকে সাহায্য সহযোগীতা করছে। তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

মুক্ততরীর প্রতিষ্ঠাতা জয় দত্ত বলেন, আমরা লক্ষ করেছি যে নারায়ণগঞ্জ অনেক কর্মব্যস্ত একটা শহর। এখানে মানুষ রমজান মাসে সঠিক সময়ে বাসায় যেতে পারে না। বাহিরে ইফতার করতে হয়ে কিন্তু মাঝে মাঝে বাহিরেও ইফতার পায় না।সেই থেকেই আমার ইচ্ছা ছিলো যারা বাসায় পৌছাতে পারছে না তারা যেন একসাথে বসে ইফতারটা করতে পারে। তাই ২০২২ থেকেই আমাদের এই মুক্ত ইফতার শুরু করি। তবে শুধু যে রোজাদাররা খেতে পারবে এমন না, যারা খুদার্থ তারাও এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আমাদের আয়োজন শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আমরা চেষ্টা করছি শিক্ষা থেকে নারীদের স্বাস্থ্য সুরক্ষা পর্যন্ত সকল বিষয়ে আমরা যেন আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি। আমাদের এই আয়োজন মুসলিম, সনাতন সকলের জন্যই। আমাদের সংগঠনের সকলেই শিক্ষার্থী। মুক্ততরী কোন ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন নয়। আমরা চাই, এই সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে কাধে কাধ মিলিয়ে বাচঁতে।

৪ বছর ধরেই রমজান মাসে রোজাদারকে ফ্রিতে ইফতার করাতে ‘মুক্ত ইফতার’এর আয়োজন করে মুক্ততরী সংগঠন। সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের যুবকদের এ আয়োজন দেখে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!