চুনকা পুত্র আলী রেজা রিপন
মারা গেছেন!
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক এবং নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন ইন্তেকাল করেছেন।
সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার চুনকা কুটিরে স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিকভাবে ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলী রেজা রিপনের বয়স ছিল ৫৫ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এর আগে, ২০২১ সালের ৯ এপ্রিল তার স্ত্রী মিতা আহম্মেদ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।
আলী রেজা রিপনের মৃত্যুতে নারায়ণগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চুনকা কুটিরে ভিড় করে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, বাদ আসর বায়তুল নূর জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মাসদাইর সিটি কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে।
তিনি আরও জানান, “শাওয়াল মাসের রোজা রেখেছিলেন রিপন। রাতে একসঙ্গে সেহেরি করেছিলেন। আমরা তার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করছি।”