গডফাদার শামীম ওসমান নারায়ণগঞ্জে
সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো: গিয়াসউদ্দিন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে এবং আমাদেরকে অসংখ্য মামলা দিয়ে নির্যাতন ও কষ্ট দিয়েছে। ২০০১ সালে যখন আপনাদের ভোটে নির্বাচিত হলাম তখন বীরপুরুষ শামীম ওসমান একেবারে পালিয়ে গেলেন। ৫ আগষ্টের পরও পরিবার নিয়ে পালিয়ে গেলেন। কাপুরুষত্ব নিয়ে যত হুমকি ধামকি দিয়েছে দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য। একবার ভোট নিয়ে এলাকা থেকে যে গিয়েছে আর কোনোদিন দেখা পেয়েছেন তাকে? নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য এসেছে জনগণের জন্য নয়।
সোমবার (৭ এপ্রিল) সকালে ফতুল্লার কতুবপুর ইউনিয়ন বিএনপির আওতাধীন ১নংওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে তিন ট্রাম জনগণ ভোট দিতে পারে নাই। এখানে সঘোষিত এমপি ছিলো, নির্বাচিত এমপি ছিলো না। সঘোষিত এমপি জনগণের জন্য কাজ করে নাই। শুধু তার পরিবারকে লুটতরাজ-চাঁদাবাজি করিয়েছে। এমন কোনো জায়গা নাই যেখান থেকে সে চাঁদা নেয় নাই। জনগণের মাথার উপর অনির্বাচিত থেকে জনগণকে শোচন করেছে। দেশের সম্পদ লুন্ঠন করে আজকে বিদেশে পালিয়ে গেছে। তাদের জন্য যারা করেছে তাদের কথা একটুও ভাবে নাই। এ ধরনের স্বার্থবাজী যদি নেতা হয় সে দেশ ভালো হতে পারে না ও এলাকার মানুষের কল্যানও হতে পারে না। এদের থেকে সর্তক থাকতে হবে।