মানুষের শরীরে বিভিন্ন সময় ফোড়া ও পুঁজ সৃষ্টি হয়। কখনোবা কোনো অঘটনে সৃষ্টি হয় জখম ও রক্তক্ষরণ। প্রথমত এসব যেন না হয়, সেজন্য সতর্ক থাকা চাই। সর্বদা পাক-পবিত্রতা ও ওজু-গোসল করে থাকা চাই।
তাছাড়া ঘুম থেকে উঠে বা খাওয়ার আগে-পরে হাত ধোয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। তবু কখনো ফোড়া বা জখম হলে দোয়া শিখিয়েছেন নবীজি (সা.)।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তির শরীরে ব্যথা অনুভব হলে, শরীরের কোনো স্থানে ফোড়া দেখা দিলে বা জখম হলে প্রিয়নবী (সা.) ওই স্থানে আঙুল বুলাতে বুলাতে বলতেন, ‘বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইউশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা।’
অর্থাৎ, ‘আল্লাহর নামে আমাদের জমিনের মাটি এবং আমাদের থুথু মিশিয়ে, যাতে আমাদের রবের আদেশে আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়।’ (বুখারি ও মুসলিম সূত্রে মকবুল দোয়া : ১৫৬)