Tnntv24. ষ্টাফ রিপোর্টার,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের সিমানাঘেষা ঢাকা সিলেট মহাসড়কের কান্দাইল বাসষ্ট্যান্ড চত্বরে আল্লাহর ৯৯ টি নাম লেখা একটি মিনার শোভা পাচ্ছে। আমদিযা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন ভূইয়া (রিপন)এর অর্থ্যায়নে এ মিনারটি নির্মিত হয়। দেশের দূর-দূরান্ত এলাকা থেকে আল্লাহর ৯৯ টি নাম লেখা সম্বলিত মিনারটি দেখতে ভিড় জমায়।