কাঞ্চন পৌর ছাত্রদল নেতা পাভেল হত্যার ঘটনায়
জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া হত্যা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার
( ৩০ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করেন তারা।
এসময় নিহতের পরিবার ও এলাকাবাসী বলেন, গত ২৪ ডিসেস্বর মঙ্গলবার রাত ৯ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের সাথে মোবাইলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টারদিকে বিএনপি নেতা বায়েজিদ, জাহাঙ্গীরসহ ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসে । তারা স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তারা পিটিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে রাস্তায় লুটে পড়ে পাভেল। তাকে উদ্ধার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন।
এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে নিহত পাভেলের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে ৬ নং ওয়ার্ড
যুবদলের সাধারণ সম্পাদক বায়েজিদকে প্রধান আসামী করে ১৫ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা
১০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে হত্যার ঘটনার ৮ দিন অতিবাহিত হলে পুলিশ অভিযুক্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেননি।
অনতিবিলম্বে পাভেল হত্যার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জন্য তারা প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। অন্যথায় এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধের ঘোষনা দেন তারা।