গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ,
বললেন অ্যাড.সাখাওয়াত
১৯৭৫ সালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল ভয়াবহ। সন্ধ্যার পর ডাকাতি হতো, নিরাপত্তা বলতে কিছু ছিল না। শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে শান্তি প্রতিষ্ঠা করেন। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে ষড়যন্ত্র করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবির্ষিক অনুষ্ঠানে এসব কথা বলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ নগরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই, দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।”
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাখাওয়াত হোসেন আরও বলেন, “অনুপ্রবেশকারীদের (আওয়ামী লীগ) নারায়ণগঞ্জ বিএনপিতে কোনো স্থান নেই। যারা তাদের সমর্থন করবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ বিএনপিকে বিজয়ী করতে হবে।”
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন: মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, সদর থানা বিএনপির সভাপতি এইচ এম আনোয়ার প্রধান, এডভোকেট রফিক আহম্মেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম, মহিলা দলের দিলারা মাসুদ ময়নাসহ অন্যরা। অনুষ্ঠানের শেষাংষে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।