গাছ সুরক্ষা করে নগরায়ণ করতে হবে
-জেলা প্রশাসক
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও গাছের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা অনেকেই বুঝি না। অথচ আমাদের নগরায়ণের প্রতিযোগিতায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে।”
তিনি আরও বলেন, “শহরের যে সামান্য গাছগুলো রয়েছে, সেগুলোকেও বিভিন্নভাবে নষ্ট করা হচ্ছে, ফলে সেগুলো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। এই কারণেই সরকার গাছ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমাদের অক্সিজেনের উৎস হিসেবে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য সবাইকে সচেতনভাবে গাছের প্রতি যত্নশীল আচরণ করতে হবে।”
এসময় ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা বলেন, “গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পৃথিবীর ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। মাননীয় উপদেষ্টা ৩১ ডিসেম্বর গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জে এই কার্যক্রম শুরু হলো।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান, সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু মুন্না প্রমুখ। এছাড়া রোভার স্কাউটস ও বিডি ক্লিন নারায়ণগঞ্জের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।