নারায়ণগঞ্জ শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ১১ই রজব, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
বিকেএমইএ এখন অবৈধ নেতৃত্বে চলছে : মাসুদুজ্জামান । Nafiz Ashraf. Tnntv24
চামচাগিরি করে কাঙ্খিত উন্নয়ন অর্জন হবেনা: গিয়াসউদ্দিন । Nafiz Ashraf.Tnntv24
জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক। Nafiz Ashraf.Tnntv24
বিএনপি মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে : গিয়াসউদ্দিন-Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জের শিক্ষার্থী রোমান হত্যায় গোলাম দস্তগীর গাজী পূণরায় ৩ দিনের রিমাণ্ডে। Nafiz Ashraf.Tnntv24
পূর্বাচলে  নারীর  গলাকাটা  লাশের পরিচয় মিলেছে : Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার সহ  ৯ লাখ টাকার মালামাল লুট : Nafiz Ashraf.Tnntv24
পূর্বাচলে বানিজ্য মেলায় ব্যবসায়ী বিক্রয় প্রতিনিধির তীব্র আবাসন  সংকট : Nafiz Ashraf.Tnntv24 
রূপগঞ্জে  ছাত্রদলের সাবেক সদস্য সচিব  মাসুম বিল্লাহর বসতঘরে গুলি : Nafiz Ashraf.Tnntv24
রনজিত কুমার স্মরণে-দেশভাগ নদীভাগ ও নারায়ণগঞ্জ : Nafia Ashraf. Tnntv24
Next
Prev

চামচাগিরি করে কাঙ্খিত উন্নয়ন অর্জন হবেনা: গিয়াসউদ্দিন । Nafiz Ashraf.Tnntv24

চামচাগিরি করে কাঙ্খিত উন্নয়ন অর্জন হবেনা: গিয়াসউদ্দিন । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চামচাগিরি করে কাঙ্খিত উন্নয়ন অর্জন হবেনা: গিয়াসউদ্দিন । Nafiz Ashraf.Tnntv24

চামচাগিরি করে কাঙ্খিত উন্নয়ন

অর্জন হবেনা: গিয়াসউদ্দিন

নতুন আত্মপ্রকাশ করা সংগঠন ‘আমার নারায়ণগঞ্জ’ আয়োজিত শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সপ্তম তলায় ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এই সব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প সমৃদ্ধ এলাকা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন নারায়ণগঞ্জ। অতীতের ইতিহাস, অনেকে বলেছেন আমাদের দুর্নাম রয়েছে; আমাদের খ্যাতিরও কিন্তু কোন অভাব নেই। বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং অর্থনৈতিক উন্নয়নে অনেক উল্লেখযোগ্য নারায়ণগঞ্জের মানুষ পালন করেছে। অনেক ইতিহাস তৈরি করেছে। হতে পারে, আমাদের কিছু মানুষের বিভিন্ন কান্ডের কারণে নারায়ণগঞ্জের কিছু দুর্নাম হয়েছে। আমরা কেউই এই দুর্নাম চাই না, আমরা সুনাম চাই।

তিনি বলেন, আমরা সেই নারায়ণগঞ্জ চাই যেই নারায়ণগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনৈতিক ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখে সেসকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যাদের মধ্যে মানবিক গুনাবলী থাকবে; তাদের নেতৃত্ব আমরা নারায়ণগঞ্জে দেখতে চাই। ভালো নেতৃত্ব তৈরি করা গেলে নারায়ণগঞ্জকে এগিয়ে নেয়া যাবে। এই কাজটি করার জন্য আমাদের কিছু চিন্তা চেতনা পরিবর্তনের দরকার রয়েছে।

আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, ধরেন নারায়ণগঞ্জে কোন নতুন এসপি, ডিসি বা ওসি আসলো। এমন নির্লজ্জ বেহায়াপনা আমরা প্রদর্শন করি, ফুলের তোড়া নিয়ে আগে গিয়ে তাকে সংবর্ধনা জানাবো। কে তার সাথে ছবি তুলে কর্ম করে তার সান্নিধ্য লাভ করব, এজন্য আমরা এগিয়ে যাই। এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না।আমরা অবশ্যই একটি একজন ব্যক্তিকে প্রশংসা করবো, কিন্ত সেটা তার কর্ম দেখে। আমাদের চারিত্রিক অবক্ষয় থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। এ প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়, তাই এই প্রশাসনের ওপর নারায়ণগঞ্জবাসীর অবশ্য একটি চাপ থাকতে হবে। যেমন দাবি থাকবে, দাবি বাস্তবায়নের চাপও থাকতে হবে। সেখানে চামচাগিরি করার অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। না হলে কাঙ্খিত উন্নয়ন আমরা অর্জন করতে পারবোনা।

এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. রুমন রেজা, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক এডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!