Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার ৬ নভেম্বর বিকালে ঢাকা- সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর নির্দেশে শিল্পপতি সিয়াম খানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি যাত্রামুড়া থেকে শুরু হয়ে তারাব বিশ্বরোড হয়ে খালপাড়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন সিয়াম খানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা অবিলম্বে তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই। দীপু ভুঁইয়ার নেতৃত্বে আমরা আছি একসাথে।