ভোক্তা অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা
বানিজ্য মেলায় আসল পণ্যের কথা বলে নকল পণ্য দিয়েছে ক্রেতাকে
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জে পূর্বাচলে বাণিজ্য মেলায় গত ২০ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৮ ঘটিকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এক দোকানকে ১লাখ টাকা জরিমানা এবং অন্য একটি দোকান বন্ধ করে দেন। ঢাকা থেকে আগত স্বামী স্ত্রী ইলেক্ট্রিক মার্ট ( miyako) দোকান থেকে একটি SONY TV এবং রান্নার কাজে ব্যবহৃত আরো অনেকগুলো পণ্য ৫৮হাজার টাকায় কিনেন। পরে যাচাই করে দেখেন SONY TV টি নকল। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করিলে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল দোকানে অভিযান চালায় এবং ঘটনাটি সত্য প্রমাণিত হলে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।আরো একজন ভুক্তভোগী ঢাকায় জামদানি শাড়ি হাউস নামক একটি দোকান থেকে জামদানি শাড়ি ক্রয় করে ১৮ হাজার টাকায়। কিন্তু শাড়িটি নকল হওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দোকানটি বন্ধ করে দেন। পরে কাস্টমারের সাথে সমঝোতা হলে পুনরায় দোকানটি খোলার অনুমতি দেওয়া হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মেলার ইনচার্জ মোঃ আবু হাসান, পুলিশ, সাংবাদিক ও আনসারসহ অনেকে।
সহকারি পরিচালক মোঃ আব্দুল জব্বার বলেন আমাদের অভিযান চলমান থাকবে ভুক্তভোগীরা বাণিজ্য মেলার অফিসে অভিযোগ করিলে ব্যবস্থা নেব।