মডেল গ্রুপ হাজিগঞ্জে শীতার্তদের
মাঝে কম্বল বিতরণ করেছে
রফতানি মুখী পোশাক কারখানা মডেল গ্রুপের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানের ছোট ভাই শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় শামীম আহমেদ বলেন, “শীতকালীন সময়ে গরীব ও অসহায় মানুষের শীত নিবারণ করতে আমাদের ছোট্ট এই উদ্যোগ। মডেল গ্রুপের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করি। আজকের এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা এলাকার সুবিধাবঞ্চিতদের একটু সাহায্য করতে পেরে আনন্দিত। আশা করি, সবাই সুস্থ ও ভালো থাকবে এবং এই উদ্যোগ আরও বিস্তৃত হবে।”
এছাড়া তিনি আরও বলেন, “আমরা সবসময় সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই এবং আগামী দিনগুলোতে এই ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করতে চায়।”
এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মনির হোসেন সরদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু, জামায়াত নেতা ডা. নজরুল ইসলাম সহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।