রূপগঞ্জে আবাসন প্রকল্পের এনওসি অনুমোদন বাতিল
ও নিরীহ পরিবারের ভিটা জমি মসজিদ রক্ষার্থে এলাকাবাসীর মানববন্ধন
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইস্ট উট সিটির কর্তৃক অবৈধভাবে জোরপূর্বক কৃষকের ফসলি ও বসতভিটায়, সরকারি খাস জমিতে বালি ফেলে দখল, কাঞ্চন পৌরসভার এনওসি অনুমোদন বাতিল করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।গতকাল ২৫ মে রবিবার সকালে উপজেলার হাটাবো টেকপাড়া এলাকায় ৭ গ্রামের ভুক্তভোগী জমির মালিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নরাবো এলাকার বাসিন্দা ইমান আলী, হাটাবো দক্ষিণ বাড়ৈপাড় এলাকার বাসিন্দা শাহ আলম, হাটাবো মিঠাবো এলাকার বাসিন্দা কাউসার মিয়া,আমিনা বেগম,মোরশেদাসহ স্থানীয় ভুক্তভোগী জমির মালিক।

এসময় তারা বলেন, ইস্ট উড সিটির নামে হাটাবো, টেকপাড়া, আমলাবো, নড়াবো, আটলাশপুর, ডুলুরদিয়া, নলপাথরসহ আশপাশের গ্রামের ফসলি জমি ও বসতভিটাসহ সরকারি খাল,খাসজমি দখলে নিয়েছে। ইস্ট উট সিটি জমি না কিনে অবৈধভাবে কাঞ্চন পৌরসভার ও ডিসি অফিস থেকে এনওসি অনুমোদন নিয়ে গেছে। আমরা এলাকাবাসী আওয়ামী দোসর গোলাম দস্তগীর গাজীর ডান হাত ইস্ট উট সিটির মালিক কামাল হোসেনের কাছে জিম্মি হয়ে আছি। এ কামাল পেশি শক্তি খাটিয়ে এলাকার নিরীহ কৃষকদের জমি, সরকারি খাল, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি বালু ভরাট করে দখলে নিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে আছি। আমরা এলাকাবাসী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সু দৃষ্টি কামনা করছি তিনি যেন ইস্ট উট সিটির এনওসি অনুমোদন বাতিল করে আমাদের ঘর বাড়ি, মসজিদ ও কৃষি জমি ফিরিয়ে দেয়।