রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায়
বিএনপির বিজয় শোভাযাত্রা
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ২১ডিসেম্বর শনিবার বিজয় শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রা নিয়ে রূপসী ম্যাক্স গার্মেন্টস থেকে শুরু হয়ে রূপসী, বরপা, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া এলাকা হয়ে ম্যাক্স মাঠে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন বিজিএমই’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মাসুম, সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহম্মদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিম সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাঈম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন, রূপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা ও আলী হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই বৈষম্যবিরোধী আন্দোলন সার্থক হবে।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাথায় ক্যাপ পরে, হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে বুবুজেলা আর সাউন্ড বক্স বাজিয়ে উৎসাহ উদ্দীপনায় শোভাযাত্রায় অংশ নেয়।