রূপগঞ্জে কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থানে
আয়বর্ধক মূলক প্রশিক্ষণ
Tnntv24স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কর্মহীন বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য আয়বর্ধক মূলক প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম আলী আযম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান শাহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাঈল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা প্রমুখ।
কর্মশালয় তিন শতাধিক কর্মহীন
বেকার যুবক ও যুবতী অংশ নেয়।