রূপগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত
ঘাতক ট্রাকসহ চালক আটক
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া দড়িকান্দী এলাকায় বাবা ইস্রাফিলের হাত ধরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মারিয়া আক্তার নামের ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বুধবার ( ১১ডিসেম্বর) রূপসীগামী মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১৪-১২৭৩) চাপায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালক সবুজ মিয়াকে(৪৫) আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে। নিহত মারিয়া আক্তার উপজেলার দড়িকান্দি এলাকার ইস্রাফিলের মেয়ে। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।