রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
নিহতদের স্মরণে স্মরণসভা
চেক বিতরণ
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে স্মরণসভা ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) উবায়দুর রহমান সাহেল, বিএনপি নেতা শুক্কুর আলী মোল্লা, রমজান আলী ও কাজী আহাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের শাহাদাত অর্থবহ হবে। সাম্প্রদায়িক উস্কানী প্রতিহত করতে হবে। উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। ভারতে বসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। ছাত্র-জনাতাকেই ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের স্বজনদের নগদ ২৫হাজার টাকা করে ও আহতদের ১৫হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
উল্লেখ্য বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন রূপগঞ্জের মাহমুদুর রহমান খান সোহেল, ফারহান ফাইয়াজ, সাইফুল হাসান, রোমান মিয়া, তৌহিদুল ইসলাম জিসান । আহতরা হলেন ফয়সাল আহম্মেদ, নাজমুল শাহদাত, আজিম ভুঁইয়া, আরিফুল ইসলাম, শান্ত আহম্মেদ ও কাজী আহাদ।