রূপগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়ির
গাছ কেটে দিয়েছে সন্ত্রাসীরা
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ভুঁইয়ার বাড়ির আম গাছ, নারিকেল গাছসহ মূল্যবান গাছ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ত্রাসীরা এ হামলা চালায়। বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ভুঁইয়ার বাড়িতে আশপাশের লোকজনের নির্গত ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলানোর প্রতিবাদ করায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ভুঁইয়ার ছেলে তৌহিদুল ইসলাম হিরা বাদী হয়ে একই গ্রামের জাফর মিয়ার ছেলে রাজীব মিয়া, অনুরুদ্দ, জামাই শাহিন মিয়া, আক্তার উদ্দিনের ছেলে চন্দনকে অভিযুক্ত করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন।