শাপলা’র শীতবস্ত্র
বিতরণ
Tnntv24.স্টাফ রিপোর্টার
পূর্ব ইসদাইর, বুড়ির দোকান এলাকার ঐতিহ্যবাহী
সামাজিক সংগঠন ‘শাপলা সংসদ’ ছিন্নমূল
শীতার্থদের মাঝে চাদর ও শাল বিতরণ করেছে। মহান বিজয়
দিবস ও শাপলা’র ১৭ বছর পূর্তি উপলক্ষে সোমবার (১৬
ডিসেম্বর) সকালে সংসদের কার্যালয়ে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদের উপদেষ্টা,
পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি এবং
ইব্রাহিম নিট গার্মেন্টস (প্রাঃ) লিমিটেডের
চেয়ারম্যান আলহহাজ্ব মো. ইউসুফ, বিশেষ অতিথি
ছিলেন সংসদের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব
মো. ইউসুফ আলী এটম। উপদেষ্টাদের মাঝে উপস্থিত
ছিলেন, হাজী আ. মান্নান, মো. হাবিবুল্লাহ্ধসঢ়; খান,
লুৎফর রহমান রিপন, মো. আলম চান, ইঞ্জিনিয়ার করিম শেখ,
মো. মহিউদ্দিন। এছাড়া সংসদের কার্যকরি পরিষদের
আব্দুল কাদের সিকদার, আব্দুল বাছেত রতন, মেহেদী
আহসান লিটু, মনিরুল ইসলাম মুন, শাহ্ধসঢ়; আলম খন্দকার,
খালেদ বিন রশীদ, রফিকুল ইসলাম মানিক, ছদরুল আলম,
জাহাঙ্গীর আলম প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. ইউসুফ শাপলার আয়োজনের
প্রশংসা করে বলেন, ‘সম্পূর্ণ অরাজনৈতিক ও
জনহিতকর এই সংগঠনের সাথে যুক্ত থাকতে পেরে
নিজেকে ধন্য মনে করছি। শত প্রতিকুলতার মাঝেও
‘শাপলা’ জন্মলগ্ন থেকে এখনো জনসেবার যে ধারা
অব্যাহত রেখেছে তা আমাদের বর্তমান সমাজের জন্য
সত্যিই এক অনন্য ও অনুকরণীয় উদাহরণ। আমি শাপলা’র
উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
শাপলা’র বর্ষপূর্তি উপলক্ষে সকালে সংসদের কার্যালয়ে
খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মহান মুক্তিযুদ্ধে যেসব বীর আত্মাহুতি
দিয়েছেন সেসব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে
দোয়া করা হয়।