নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে  ৫ শতাধিক  মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান : Nafiz Ashraf.Tnntv24
আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্ট। Nafiz Ashraf.Tnntv24
সালমান এফ রহমানের দখলের রূপগঞ্জের সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসী ।Nafiz Ashraf.Tnntv24
চার নেতা হত্যার প্রতিবাদে রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের প্রতিবাদ,বিক্ষোভ ,অবরোধ:Nafiz Ashraf.Tnntv24
তরুণ সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানব বন্ধন।Nafiz Ashraf.Tnntv24
বিএনপির বহিস্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরি দুই দিনেরে রিমান্ডে ।Nafiz Ashraf.Tnntv24
২০ হাজার বাংলাদেশি শ্রমিক বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।Nafiz Ashraf.Tnntv24
ভালো রেজাল্টের চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে তৈরি করা জরুরি-গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24
উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করল ইশরাক সমর্থকরা। Nafiz Ashraf.Tnntv24
ব্যাপক দুর্নীতি ও আগুনের ঘটনায় শামীম,সেলিম ওসমানের বিরুদ্ধে না’গঞ্জ ক্লাবের মামলা।Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

স্ট্যান্ড রিলিজ করল সোনারগাঁও থানার ওসি বারীকে-তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়।Nafiz Ashraf.Tnntv24

স্ট্যান্ড রিলিজ করল সোনারগাঁও থানার ওসি বারীকে-তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্ট্যান্ড রিলিজ করল সোনারগাঁও থানার ওসি বারীকে-তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়।Nafiz Ashraf.Tnntv24

স্ট্যান্ড রিলিজ করল সোনারগাঁও থানার ওসি বারীকে-

তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

স্ট্যান্ড রিলিজ করা হয়েছে  নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে । মঙ্গলবার ( ১৮ মার্চ ) ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।

মোহাম্মদ আব্দুল বারী 

ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। আদেশে বদলির কারন ‘প্রশাসনিক কারণ’ লিখলেও তার পেছনে আছে ওসির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ।

এর আগে যোগদানের ৪ মাসের মাথায় গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীকে। তবে, বদলির আদেশ হলেও তিনি  ‘জোর তদবির’ করে আবার স্বপদে বহাল থাকার অভিযোগ উঠে তখন। এমন বিতর্কিত একজন পুলিশ কর্মকর্তার বদলির আদেশের পর আবারও তার স্বপদে ফেরার খবরে তখন এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানার ওসি হিসেবে দায়িত্ব পান আব্দুল বারী। নিজের সিন্ডিকেট তৈরি করে নানান অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ ওসি বারীর বিরুদ্ধে।

সোনারগাঁয়ের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, থানায় যোগদানের পর গত ২০ অক্টোবর সেনারগাঁ থানা এলাকার হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়। পরে সেই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। নবজাতকের মা আকলিমা বেগম অভিযোগ করেন, এই নবজাতক চুরির পর হত্যার ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দেয়ার পর এই ঘটনায় জড়িত ‘সোনারগাঁ মডার্ণ’ হাসপাতালের এক পরিচ্ছন্নকর্মীকে গ্রেপ্তার করেন থানার উপপরিদর্শক ওয়ালিয়ার রহমান। পরে থানার ওসি আব্দুল বারী সেই প্রসূতিকে থানায় ডেকে নিয়ে নিজের রুমে বসে বাদীকে ১ লাখ টাকা দিয়ে বিষয়টির মিমাংসা করেন। এবং হাসপাতালের সেই কর্মীকে ছেড়ে দেন। এই ঘটনায় ওসি নিজে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে অন্তত ৫ লাখ টাকা নিয়েছেন বলেও তখন অভিযোগ উঠে।

কেবল নবজাতক হত্যাকারীর কাছ থেকে ঘুষ নেয়াই নয়,  অভিযোগ আছে অর্থের বিনিময়ে অসাধু ব্যক্তিদের ‘অনৈতিক সুবিধা’ প্রদান, ঝুট সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং বাস স্ট্যান্ডের পরিবহন চাঁদাবাজদের কাছ থেকেও তিনি নিয়মিত মাসোহারা নিতেন। থানায় তার রুমে বসে ‘অনৈতিক সুবিধা’ নিয়ে সালিশের মাধ্যমে জমি-পাওনা টাকার মিমাংসা করতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া মামলায় নাম না দেওয়া এবং চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়েও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে বারীর বিরুদ্ধে আইজিপি বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

সোনারগাঁ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল বারী সোনারগাঁ থানার ওসি থাকা অবস্থায় গত নয় ডিসেম্বর রাতে মেঘনা সেতু এলাকায় হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেলসহ ছাত্র নেতারা। এসময় ছাত্র নেতারা দাবি করেন, হামলার সময় তাঁদের মোবইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজসহ নগদ টাকা লুট হয়েছে। কিন্তু এই ঘটনার পর ওসি বিষয়টিকে ছিনতাইকারীদের কাজ বলে আখ্যায়িত করেন। এমনকি গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন বৈষম্যবিরোধী নেতারা ভুল তথ্য দিয়েছেন। ঘটনার দিন তাঁদের কেবল একটি মোবাইলফোন ছিনতাই হয়েছে। এই ঘটনা ধামাচাপা দিতে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে তাকে সেই ঘটনায় জড়িত বলে আদালতে পাঠানো হয়।

তবে আদালত চত্বরে গ্রেপ্তার ব্যক্তিরা গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, বিনা কারনে তাদের গ্রেপ্তার করে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেছেন ওসি। এমনকি এঘটনায় স্থানীয় তিনজন মুঠোফোন ব্যবসায়ীকে আটকের পর তাঁদের কাছ থেকে ১০০ টি মুঠোফোন লুটে নেয়ার অভিযোগও উঠে তখন।

এছাড়া চেক পোস্টে মানুষদের হয়রানি করে টাকা আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!