নাফিজ আশরাফ এর কবিতা-ঋণ
হিরক রাজার যেমন শাসন
ইতিহাসের পাতায়
আমরাও কি? ভাবতে কেবল
বাজ পড়ে যে মাথায়।
কারো কথায় দেয়না কান
যাচ্ছে তাই বলে
আসন ভাষণ থাকলে ঠিক
যাক সব রসতলে।
তাদের কথায়:
দেশের মানুষ গরীব তো নয়
ভিক্ষার থালা হাতে
ভাত জোটে কি পাতে?
কার কি আসে তাতে।
এমন কথা বলতে নেই গো
দেখো কেবল চেয়ে
দেখনা চেয়ে ঋণের দানব
আসছে কেমন ধেয়ে!
হায়রে কপাল পোড়া মানুষ
মাথার উপর ফাঁনুস
ফাঁদে কতো মানুষ
হবে কি তাঁর হুন?