গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ
Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডহরগাঁও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- মো. ইসমাইল (১৬) সেলি (৩৬), মো. সোহেল (২২), মুন্নি (২০), বাবুল (৪৭) ও তাসলিমা (১৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
বাবুলের চাচা মোগল মিয়া জানান, দগ্ধ সবাই রূপগঞ্জে ফকির ফ্যাশন পোশাক কারখানায় কাজ করেন। রাতে কাজ শেষে বাসায় ফেরেন। ঘুমানোর আগে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বাসার সবাই দগ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জে বিস্ফোরণের ঘটনায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে সোহেলের ৭০ শতাংশ, বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তাসলিমার ৬৩ শতাংশ, ইসমাইলের ৫৫ শতাংশ, সেলির ৩০ শতাংশ, ও মুন্নির ২০ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।