Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারাণয়গঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী, মুড়াপাড়া, ভুলতা, কাঞ্চন, ৩০০ ফুট সড়কসহ আশপাশের এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। ১০ নভেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা বিএনপি রূপসী থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শিল্পকলা মাঠে প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল হক, বিএনপি নেতা নাসির উদ্দিন, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মাছুম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, মুড়াপাড়া কলেজ ছাত্রদল নেতা আকিব হাসান, যুবদল নেতা আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৬বছর বিএনপি নেতাকর্মীদের খুন, গুমসহ নির্যাতন করেছে। আওয়ামী সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য প্রতিহত করতে হবে। দেশের মানুষের কল্যাণে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই সুুখ, শান্তি আর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে ওঠবে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রূপগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।