পূর্বাচলে ১৫নং সেক্টরে অজ্ঞাত
ব্যাক্তির লাশ উদ্ধার
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)ঃ
রূপগঞ্জের সীমানা ঘেঁষা পাশ্ববর্তী কালিগঞ্জ থানার নাগরি ইউনিয়নের ১৫ নং সেক্টরে বাসাবাসি গ্রামের ৫৬ নং ব্রিজের লেকপাড়ে অজ্ঞাত ব্যাক্তির লাশ ভেসে উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে কালিগঞ্জের নাগরি ইউনিয়ন এর ৭নং ওর্য়াডের আওতাধীন ১৫নং সেক্টরে ভাসাবাসি গ্রামের ৫৬ নং ব্রিজ এর নীচে অজ্ঞাত পুরুষ (২৮) ব্যাক্তির লাশ পাওয়া যায়।
এলাকাবাসী জানায় ফসলি জমিতে পানি দিতে গিয়ে তারা দেখতে পায় একটি লাশ ভেসে আছে। তখন তারা পুলিশ কে খবর দেয়।
খবর পেয়ে উলুখোলা ফাঁড়ি এবং পূর্বাচল ফাড়ির ইনচার্জ যৌথ ভাবে তদন্ত করতে এসেছে। পুলিশের ধারণা নির্জন স্হানে অজ্ঞাত ব্যাক্তিকে মেরে লেকের ভিতরে ফেলে দিয়েছে।
এস আই জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তারা জানায় এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। তবে ফরেসনিক বিশেষজ্ঞ টিম আসতাছে তারা আসলে পরিচয় পাওয়া যাবে।