ভারত বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না
– উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ভারত বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না, বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন৷ ভারতীয় কিছু মিডিয়া ও রাজনৈতিবিদ এই অস্থিরতা সৃষ্টির পেছনে ইঙ্গিত দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরের একটি প্রকল্পের পরিদর্শন শেষে এ মন্তব্য করেছে।
নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ভারত- বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, বাংলাদেশের নয়।দেশের অর্থনীতির অন্যতম মাধ্যম পোশাক শিল্পের প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেসব গার্মেন্ট বন্ধ হয়েছে। এখানে শ্রমিকের দোষ দিলে হবে না, কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার। এছাড়া যেসব পোশাক কারখানা ঋণগ্রস্থ, যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, এগুলোর বিষয়ে আগামি সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে তিনি নারায়ণগঞ্জ নদী বন্দরের মাল্টিপল জেটি ও আধুনিক লঞ্চঘাট নির্মাণ পরিদর্শন করে জানান নদী রক্ষায় নৌ মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করবেন।
এসময় নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।