হরিলুট চলছে নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশনে – রফিউর রাব্বি
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ৷ তিনি বলেন, সমস্ত জায়গায় আগের মতো সেই হরিলুট, লুটপাট দেখতে পাচ্ছি ৷ সিটি কর্পোরেশনে হরিলুট চলছে ৷
নারায়ণগঞ্জের এই সিটি করপোরেশনের সিইও থেকে শুরু করে ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন কর্মকর্তারা আযান দিয়ে লুটপাট করছে।
এই পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে ?
প্রশ্ন রাখেন এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব৷
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ত্বকী হত্যার ১৪১ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন৷
রফিউর রাব্বি বলেন, “অরাজক পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা মাঠে ছিলাম। আজকে নারায়ণগঞ্জে অরাজক পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে? ফুটপাত দখল করে যে হকাররা ছিল, তারা এখন রাস্তার মাঝখানে পর্যন্ত চলে এসেছে৷ রাস্তায় পর্যন্ত হাঁটা যায় না৷ বিষয়টা কি এতই অনিয়ন্ত্রিত, সমাধান অযোগ্য?”
পুলিশ-প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরাতো দুর্গাপূজার সময় দেখেছি, সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত, পাঁচ-ছয়দিন আপনারা ঠিকই সড়ক যানজটমুক্ত রেখেছেন। এখন কেনো রাখছেন না? আপনারা কি মনে করেছেন, এই যে দুই হাজার মানুষ রক্ত দিলো, পাঁচ শতাধিক ছাত্র-যুবক চিরতরে অন্ধ হলো, সতেরো হাজার পঙ্গু হয়েছে, আপনাদের এই লুটপাট করার সুযোগ করার জন্য?”
“ওসমান বাহিনী বিতাড়িত হয়েছে, আবারও কোনো বাহিনী গজিয়ে উঠতে দেয়া যাবে না”, বলেও মন্তব্য করেন তিনি৷
রাব্বি বলেন, “ওসমান বাহিনী চলে যাবে, আর আপনারা নতুন করে গজিয়ে উঠবেন? আমরা তা হতে দেবো না৷ এর পরিবর্তন চাই।”
এ সময় তিনি ত্বকী, সাগর-রুনি, চঞ্চল, আশিক, ভুলুসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন৷