রূপগঞ্জে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে
পা ভেঙ্গে দিল প্রতিবাদকারীর
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়নগঞ্জে রূপগঞ্জের মাদক ব্যবসার প্রতিবাদ করায় পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে মোঃ কাইয়ুম নামে এক প্রতিবাদকারীর। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায়। এদিকে উক্ত ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ৩ মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আহত কাইয়ুম জানায়, মৈকুলী গ্রামের জালাল, রাজ্জাক, শাহিন, নাজিম, সুফি আক্তার, রাবি আক্তার,
মনি আক্তার এদের একটি সিন্ডিকেট এলাকায় দীর্ঘদীন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
তাদের এ মাদক ব্যবসার কারণে আশপাশ এলাকার উঠতি বয়সের অনেক ছেলে মাদকাসক্ত হয়ে পড়ছিল। আর তাদের এ মাদক ব্যবসার কারণে এলাকার বদনামও ছড়িয়ে পড়ছিল। বৃহস্পতিবার (ডিসেম্বর) সকালে এলাকায় মাদক ব্যবসা না চালাতে কাউয়ুম তাদের পরার্মশ দেয়। আর এতে রেগে গিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা কাউয়ুমের উপর হামলা করে পিটিয়ে তার এক পা ভেঙ্গে দেয়। আহত অবস্থায় কাউয়ুমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত কাউয়ুম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে উক্ত ঘটনায় এলাকাবাসী ক্ষোভে মাদক বিক্রির সময় মাদক ব্যবসায়ী জালাল, সুফী আক্তার ও রাবি আক্তারকে গণ পিটুনি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) লিয়াকত আলী বলেন, উক্ত ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।