রূপগঞ্জের ভুলতার মিঠাবোতে ফেন্ডস্ ক্লাব
ও যুব সমাজের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠান
Tnntv24.শফিকুল আলম ভূইয়া:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় ফেন্ডস্ ক্লাব ও যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে।
কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভাপতিত্ব করেন,মোঃ শুক্কর আলী মোল্লা সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, রূপগঞ্জ থানা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল আলম ভূইয়া,বীর মুক্তিযোদ্বা মোঃ বাদশা ভুইয়া, জনাব, নবী হোসেন মোল্লা, সমাজসেবক, মোদাস্বের মোল্লা,রূপগঞ্জ উপজেলা যুবদল,জাইদুল ইসলাম বাবু,সভাপতি প্রার্থী রূপগঞ্জ উপজেলা ছাত্রদল,বিএনপি নেতা শাহাদাত মোল্লা।
প্রধান অতিথি হিসেবে ভারচুয়াল বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় কমিটির সদস্য ও বিজিএমইএর সম্বন্নয়ক
সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শেখ হাসিনা সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।
গত ২০ বছর যাবত ফেন্ডস্ ক্লাব জাতীয় দিবস গুলোতে খেলাধুলার আয়োজন করেছে। ফেন্ডস্ ক্লাবের সদস্যরা হলো,শফিকুল ইসলাম মোল্লা,সজল মোল্লা, সানজাম আহমেদ প্রিয়ম, জিহাদ মোল্লা, সিয়ামুল ইসলাম,সজিব ভুইয়া ও রনি ভুইয়া প্রমুখ। খেলার প্রধান আকর্ষন ছিলো,কাছি টানাটানি। অনন্ত পেপার মিলস ও হাশেম পেপার মিলের মধ্যে কাছি টানাটানি হয়।বিজয়ী হয় অনন্ত পেপার মিলস।
এদিকে মিঠাবো যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্বাসউদ্দীন ভুইয়া, সভাপতিত্ব করেন,মোঃ জাহাঙ্গীর মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা শাহাজাদা ভুইয়া,আশরাফুল হক রিপন,সহ-সভাপতি আশরাফুল হক রিপন,আমিনুল ইসলাম প্রিন্স,আহবায়ক,রূপগঞ্জ থানা যুবদল,আবুসাঈদ মীর সমাজ সেবক,মুরাদুল ইসলাম মুরাদ,সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, লিমন ভুইয়া, যুবদল নেতা, অংকন ভুইয়া ২ নং ওয়ার্ড ছাত্রদল প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।