নারায়ণগঞ্জ রবিবার | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
বিকেএমইএ এখন অবৈধ নেতৃত্বে চলছে : মাসুদুজ্জামান । Nafiz Ashraf. Tnntv24
চামচাগিরি করে কাঙ্খিত উন্নয়ন অর্জন হবেনা: গিয়াসউদ্দিন । Nafiz Ashraf.Tnntv24
জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক। Nafiz Ashraf.Tnntv24
বিএনপি মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে : গিয়াসউদ্দিন-Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জের শিক্ষার্থী রোমান হত্যায় গোলাম দস্তগীর গাজী পূণরায় ৩ দিনের রিমাণ্ডে। Nafiz Ashraf.Tnntv24
পূর্বাচলে  নারীর  গলাকাটা  লাশের পরিচয় মিলেছে : Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার সহ  ৯ লাখ টাকার মালামাল লুট : Nafiz Ashraf.Tnntv24
পূর্বাচলে বানিজ্য মেলায় ব্যবসায়ী বিক্রয় প্রতিনিধির তীব্র আবাসন  সংকট : Nafiz Ashraf.Tnntv24 
রূপগঞ্জে  ছাত্রদলের সাবেক সদস্য সচিব  মাসুম বিল্লাহর বসতঘরে গুলি : Nafiz Ashraf.Tnntv24
রনজিত কুমার স্মরণে-দেশভাগ নদীভাগ ও নারায়ণগঞ্জ : Nafia Ashraf. Tnntv24
Next
Prev

পূর্বাচলে বানিজ্য মেলায় ব্যবসায়ী বিক্রয় প্রতিনিধির তীব্র আবাসন  সংকট : Nafiz Ashraf.Tnntv24 

পূর্বাচলে বানিজ্য মেলায় ব্যবসায়ী বিক্রয় প্রতিনিধির তীব্র আবাসন  সংকট : Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচলে বানিজ্য মেলায় ব্যবসায়ী বিক্রয় প্রতিনিধির তীব্র আবাসন  সংকট : Nafiz Ashraf.Tnntv24 

পূর্বাচলে বানিজ্য মেলায় ব্যবসায়ী বিক্রয়

প্রতিনিধির তীব্র আবাসন  সংকট  

 

Tnntv24.শফিকুল আলম ভুইয়া রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  পূর্বাচল উপ-শহরের ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর।  তবে এবারের মেলায় আসা ব্যবসায়ী  কর্মচারী ও বিক্রয় প্রতিনিধিরা বাসা ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন। অনেক ব্যবসায়ী ও স্টলের কর্মচারী মেলার আশপাশে থাকার জন্য বাসা না পেয়ে ঢাকা এবং বিভিন্ন স্থান থেকে আসা-যাওয়া করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গতকাল সোমবার সরেজমিনে মেলা ঘুরে ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বাসা ভাড়া নিয়ে বেশ বিপাকে পড়েছেন। দ্বিগুণ ও তিনগুন দাম দিয়েও চাহিদামতো বাসা ভাড়া পাচ্ছেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারী। বাসা ভাড়া নিয়ে মেলা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

ব্যবসায়ী ও কর্মচারীরা বলছেন, গত চার বছর ধরে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে বাণিজ্য মেলা বসছে। প্রতি বছর যেহেতু এখানে মেলা বসছে সেহেতু তাদের স্টল বরাদ্দ নিতে হচ্ছে। শত শত ব্যবসায়ী মেলায় স্টল বরাদ্দ নিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন কয়েক হাজার কর্মচারী। অথচ তাদের থাকার জন্য আশপাশে কোনও ব্যবস্থা নেই। দূরদূরান্ত থেকে এসে প্রতিদিন তাদের ব্যবসা সামলাতে হচ্ছে। মেলা সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা অনান্য দিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। স্টল গোছাতে রাত ১০টা ১১ টা বেজে যায়। ঐ সময়ে বিআরটিসি বাস বন্ধ থাকে। ফলে বাধ্য হয়ে মেলা থেকে সিএনজি করে রাতে ঢাকায় ফিরতে  ৫০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।

বানিজ্য মেলা শুরু হলে আশে-পাশের বাড়ির মালিকরা বাড়ি ভাড়া বাড়িয়ে দেন। রূপগঞ্জ উপজেলার শিমুলীয়া,গুতিয়াবো,পিতলগঞ্জ,মধুখালি,হারিন্দা,বাগবের,জাঙ্গীর,কুদুরমার্কেট,সিডি মার্কেট,গোয়ালপাড়া,গোবিন্দপুর,মাঝিপাড়া,কালনি,কুলিয়াদী,জিন্দা,ইছাপুরাও কাঞ্চন এলাকায় সাধারণত প্রতিমাসে ৫/৭ হাজার টাকা। মেলায় আগত ব্যবসায়ীদের কাছে দুই রুমের একটি ফ্ল্যাট ভাড়া এক মাসের জন্য নেওয়া হয়েছে ৩০হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা। 

মেলায় স্টল বরাদ্দ নেওয়া দুজন ব্যবসায়ী জানিয়েছেন, মেলায় এবার ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। ব্যবসায়ী ও কর্মচারী মিলে ৩ হাজারের বেশি লোক কাজ করেন। এখান থেকে রাতে নিজেদের বাসায় যাওয়া সম্ভব হয় না অনেকের। আবার ভোরে  স্টলের মালামাল সাজানো লাগে।ফলে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এজন্য কর্মচারীও পাওয়া যায় না।তা-ছাড়া যানজট, ভাঙ্গাচোরা সড়ক এসবের কারণে বাসায় যেতে ভোগান্তিতে পড়তে হয়। স্টল ও প্যাভিলিয়ন যেহেতু স্থায়ী তাই তাদের থাকার জন্য স্থায়ী একটা ব্যবস্থা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

মেলায় প্রতিদিন যাতায়াতে ভোগান্তির কথা জানিয়ে তুর্কি প্যাভিলিয়নের সেলসম্যান লিংকন মিয়া বলেন, ‘আমার বাসা গাজীপুরে। ওখান থেকে প্রতিদিন এসে গিয়ে কাজ করাটা মুশকিল। আবার এখানের আশপাশে থাকার মতো বাসা ভাড়া পাচ্ছি না। ছয় দিন চলে গেলো। এখনও বাসা ভাড়া পাইনি। ফলে প্রতিদিন গাজীপুর থেকে এসে কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। মেলা কর্তৃপক্ষের উচিত এখানে থাকার একটা ব্যবস্থা করার। এখনও সময় আছে, যদি একটা ব্যবস্থা করা যায়, তাহলে সবার জন্য ভালো হবে।’

 

তুর্কি প্যাভিলিয়নের মালিক আজমল হোসেন জানিয়েছেন, মেলায় ব্যবসায়ী ও কর্মচারীদের আসা-যাওয়া করে কাজ করতে ভোগান্তিতে পড়তে হয়। এখানের সময়টা মূল্যবান। সময়মতো কাজে না আসা গেলে ব্যবসা শুরু করা যায় না। যানজট ও ভাঙা সড়কের কারণে ঠিক সময়ে স্টলে পৌঁছানো যায় না।। এত বড় মেলা। অথচ এখানের আশপাশে বাসা ভাড়া পাওয়া যায় না। মেলা কর্তৃপক্ষ একটা উদ্যোগ নিলে ভালো হয়।

সাবিহা কর্নারের মালিক জিয়াউল হোসেন বলেন, ‌১ জানুয়ারি থেকে স্টল নিয়ে ব্যবসা করছি। স্টলে ছয় জন লোক কাজ করছি। মেলা এলাকার বাইরে যেসব বাসা ভাড়া পাওয়া যায় সেগুলোতে দিগুণ ভাড়া চায়। তাও চাহিদামতো নয়। তবু দিগুণ ভাড়া দিয়ে থাকতে হয়। স্টলে রাতে থাকা কী সম্ভব ছয় জন লোকের। বিষয়টির দিকে নজর দেওয়া উচিত মেলা কর্তৃপক্ষের। না হয় আগ্রহ হারাবেন ব্যবসায়ীরা।’

প্রতি বছর থাকা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় বলে জানালেন বি এম কালেকশনের মালিক অলিউর রহমান।পূর্বাচলে বাণিজ্য মেলা আসার পর থেকে স্টল বরাদ্দ নিয়ে ব্যবসা করছি। প্রতি বছর বাসা ভাড়া নিয়ে সমস্যায় পড়তে হয়। মেলার পাশে বাসা ভাড়া নিতে গেলে ঢাকার চেয়ে দ্বিগুণ টাকা দিতে হয়। তাও চাহিদা অনুযায়ী পাওয়া যায় না। কী আর করার বাধ্য হয়ে থাকতে হচ্ছে আমাদের।’

এ ব্যাপারে জানতে চাইলে রপ্তানি উন্নয়ন ব্যুরো(ইপিবি,র)সচিব ও বানিজ্য  মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ‘মেলার আশপাশে বাসা ভাড়া নিয়ে যাতে ব্যবসায়ীদের বিপাকে পড়তে না হয়, সে বিষয়ে আলোচনা করা হবে।’

এবার শুরুতেই মেলা অনেকটা জমে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যান্য বারের চেয়ে এবারের মেলায় ভালো ব্যবসা হবে বলে আশা করছি। এবার সবকিছু সাজানো-গোছানো হয়েছে। বাকি যেসব ছোটখাটো সমস্যা আছে, সেগুলোরও সমাধান হয়ে যাবে।’

দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) আয়োজন করে আসছে বাংলাদেশ। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে এবারসহ চতুর্থবারের মতো বাণিজ্য মেলা হচ্ছে। মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি সাত দেশের ১১ প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ গ্রহণ করেছে।

ভারত,পাকিস্তান, মালয়েশিয়া,সিঙ্গাপুর,হংক,তুরস্ক,ও ইন্দোনেশিয়া।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!