রেলওয়ের রানিং স্টাফ কর্মবিরতি:
যাত্রীদের চরম ভোগান্তি
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি পালন করায় সারা দেশের মতো নারায়ণগঞ্জেও রেল সেবা বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে এসে ফিরে যাচ্ছেন অনেক যাত্রী।
সরেজমিনে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা মালপত্র নিয়ে ফিরে যাচ্ছেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের জন্য ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ হয়ে পড়েছে।
চাষাঢ়া রেল স্টেশনে একই চিত্র দেখা গেছে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
রাজধিনী মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোলায়মান বলেন, প্রতিদিন ট্রেন ব্যবহার করি। ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছি।
ঢাকায় চিকিৎসার জন্য যাবেন বিউটি বেগম। তিনি বলেন, ছোট বাচ্চাকে নিয়ে ট্রেনে ভ্রমণ সহজ হতো। কিন্তু এখন বাসে যাতায়াত করতে হবে, যা আরও কষ্টদায়ক।
মানিক মিয়া নামের এক যাত্রী বলেন, ট্রেনে কম খরচে দ্রুত যাতায়াত করা যায়। ট্রেন বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ঢাকা থেকে কোনো ট্রেন আসেনি এবং এখান থেকেও কোনো ট্রেন যাত্রা করেনি। যাত্রীদের বিকল্প যান ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা প্রস্তুত আছি। কর্মবিরতি প্রত্যাহার করা হলে সেবা পুনরায় শুরু করা হবে।