সংস্কৃতিজন রফিউর রাব্বী বললেন চাষাঢ়ায়
রাইফেল ক্লাবসহ তিনটি স্থাপনা ভাংতে হবে
সংস্কোতিজন ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত রাইফেল ক্লাব, বাইতুল আমান, পুলিশ ফাঁড়ি এবং ডাক বাংলো অবশ্যই ভাঙতে হবে এবং সেগুলো অপসারন করতে হবে, নতুবা শহরের যানজট সমস্যার কোনো সমাধান সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যানজট নিরসনের লক্ষে সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “ফুটপাত থেকে হকারদের দখল মুক্ত করা এবং ফুটপাতে যে হোটেলগুলো বসানো হয়েছে, সেগুলোকেও সরিয়ে নেওয়া জরুরি। আমাদের শহরের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন বন্ধ হয়ে থাকে। প্রথমত, শায়েস্তা খাঁ রোড (র্যাব-১১ অফিসের সামনের রোড) প্রতিদিন সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ থাকে বাজারের কারণে। দ্বিতীয়ত, নবাব সলিমুল্লাহ রোড, যা ১ নাম্বার রেলগেট থেকে ২ নাম্বার রেলগেট পর্যন্ত বিস্তৃত, সেখানে প্রতিদিন ২০-৩০টি গাড়ি রাস্তা বন্ধ করে রাখে।”
তিনি আরও বলেন, “মীর জুমলা রোডটি যা দিগুবাবুর বাজারের মাঝখানে ছিল, এটি দীর্ঘদিন ধরে চালু ছিল এবং বাস চলাচল করত। সিটি কর্পোরেশন ১ কোটি ২০ লাখ টাকা পাওয়ার জন্য রোডটি বন্ধ করে দিয়েছে, কিন্তু এটি বাতিল করে যদি শায়েস্তা খাঁ রোডের বাজারকে মীর জুমলা রোডে স্থানান্তর করা যায়, তবে এই রোডটি মুক্ত হয়ে যাবে এবং নবাব সলিমুল্লাহ রোডকে যে কোনো মূল্যে পরিষ্কার করতে হবে।”
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চলনায় এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব নূর কুতুবুল আলম, সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন মাহফুজ, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক রাহুল আরেফিন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শওকত আলী, সদর থানা প্রতিনিধি আহমেদুর রহমান তনু, জেলা ছাত্র ফেডারেশনর সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।