রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা
প্রত্যাহারের দাবিতে যুবদলের মানববন্ধন
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে আওয়ামী দোসর ডন সেলিম কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকালে উপজেলার মঠের ঘাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলী, মুড়াপাড়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী হেনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দলীয় কর্মসূচি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দল গাউছিয়াতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে। নেতাকর্মীরা মিছিলটি নিয়ে সাওঘাট এলাকায় পৌছামাত্র ক্যাসিনো সম্রাট ডন সেলিমের নির্দেশে তার ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনার খবর পেয়ে আমরা সহ উপজেলার বিএনপির বিভিন্ন নেতকর্মীরা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্বার করে নিয়ে আসি। এ ঘটনাকে কেন্দ্র করে ডন সেলিম উল্টো আমাদের বিএনপি, অঙ্গ সহযোগি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে। আমরা এ মানববন্ধনে এ ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার চাই এবং আওয়ামী দোসর ক্যাসিনো সম্রাট ডন সেলিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোরদাবি জানাচ্ছি।