রূপগঞ্জের ইছাপুরা বাজারে আগুনে
৯ দোকান পুড়ে ছাই
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রূপগঞ্জের ইছাপুড়া বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত আড়াই টার দিকে ইছাপুরা বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আকাশ ছেয়ে যায় কালো ধৌয়ায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিষ্টি দোকানদার জনি বলেন, তাঁর দোকানে থাকা মালামাল সব পুড়ে গেছে। তাতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আল মাসুদ বলেন, আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তদন্ত করে পরিমান বলা যাবে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।