স্বাধীনতা পদক-২০২৫ তালিকায়
৮ কৃর্তীমান ব্যক্তিত্বের নাম
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে এ বছর স্বাধীনতা পুরস্কার-২০২৫ দেয়া হবে ৮ কৃর্তীমান ব্যাক্তিকে । উপদেষ্টা পরিষদ বিভাগের একটি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
স্বাধীনতা পদক
২০২৫ সালে স্বাধীনতা পদকের জন্য যারা মনোনীত হয়েছেন তারা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে (মরণোত্তর) লে. কর্নেল (অব.) এম এ জি ওসমানী, সংস্কৃতিতে (পপসংগীত, মরণোত্তর) আজম খান, সাহিত্য ও ইতিহাসে বদরুদ্দীন ওমর, সমাজসেবায় (মরণোত্তর) ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, ভাস্কর্যে (মরণোত্তর) জাতীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ, পদার্থ বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ও শিক্ষার্থী (মরণোত্তর) আবরার ফাহাদ।
পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।