সাভারে স্বর্ণের দোকানে ডাকাতি
একজনকে হত্যা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির করে সাভারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের বাধা দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ী দীলিপ কুমার দাশকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে । এঘটনায় ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
(ছবি সংগৃহিত)
রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত দীলিপ কুমার দাশ পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাশপাড়া মহল্লার দুলাল দাশের ছেলে।
নিহতের স্ত্রী সরস্বতী বলেন, নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে আমার স্বামীর ‘দিলীপ স্বর্ণালয়’ নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় ডাকাতরা স্বামীকে কুপিয়ে ২০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।