তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে
নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মী হত্যা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করেছে অপর এক যুবক। নিহত যুবক অপূর্ব (২৫) ছাত্রদল কর্মী। রোববার রাত সোয়া ১০ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত অভিযোগে ছুরিসহ সম্রাট হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, রোববার রাতে দশটার পর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ভাষা সৈনিক সড়কে এই ঘটনা ঘটেছে।
নিহত মো. অপূর্ব (২৫) নগরীর মাসদাইর এলাকার মোহাম্মদ খোকনের ছেলে ৷ সে পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন৷ তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে বলে জানিয়েছে পুলিশ৷
এ ঘটনায় অভিযুক্ত সম্রাট হোসেন নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়৷
সোমবার সকালে নিহতের বাবা খোকন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ওসি নাসির আহমদ ৷ অভিযুক্তের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত সম্রাট ভাষা সৈনিক সড়কের একটি খাবারের দোকানে চাকরি করেন ৷ রাতে সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের একটি মিছিল বের হয়৷ মিছিলটি ওই সড়ক দিয়ে শেষ হবার সময় পেছন থেকে আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্ত সম্রাট ৷ এ নিয়ে নিহত অপূর্ব ও তার সহকর্মীরা সম্রাটের সাথে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়৷ পরে অভিযুক্ত সম্রাট তার কাছে থাকা একটি ছুরি দিয়ে অপূর্বের বুকে আঘাত করেন ৷
ঘটনার পর ছাত্রদলের অপর কর্মীরা সম্রাট ও তার সাথে থাকা আরেক যুবককে মারধর করেন ৷ সম্রাটের সাথে থাকা অপর যুবক দৌঁড়ে পালালেও সম্রাটকে পরে পুলিশে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা ৷
মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, মাসদাইর এলাকা থেকে ধর্ষণবিরোধী মিছিলটি বের করেন তারা৷ মিছিল শেষ হবার কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে৷
নিহত অপূর্ব ছাত্রদলের সক্রিয় কর্মী বলেও দাবি করেন তিনি৷
সদর থানার ওসি নাসির আহমদ বলেন, মিছিল নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে অভিযুক্ত ও ভুক্তভোগীর মধ্যে তর্ক হয়৷ ওই তর্কের জেরে হাতাহাতির পর ছুরিকাঘাতের ঘটনা ঘটে৷ পরে আহতকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ অভিযুক্তের ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ ৷