ইশরাক সমর্থকরা যমুনা থেকে
মৎস্য ভবন পর্যন্ত, যানবাহন চলাচল বন্ধ
Tnntv24.অনলাইন ডেক্স:
ইশরাক সমর্থকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন। সড়ক বন্ধ করে বিক্ষোভের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১১টায় ইশরাকের পক্ষে হাইকোর্টের রায় আসার পর নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার নেতাকর্মী। এক পর্যায়ে যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত পুরো রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়।
যমুনার সামনে থেকে কাকরাইল, হেয়ার রোড, সার্কিট হাউজ ও মৎস্য ভবন মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
শিকড় পরিবহনের যাত্রী স্বপন রায় বলেন, তিনি শেওড়াপাড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। গুলিস্তান থেকে প্রেসক্লাবের সামনে আসতেই যানজটের কবলে পড়েন। গাড়ি মৎস্য ভবন মোড় দিয়ে না গিয়ে সেগুনবাগিচা দিয়ে ঢুকলেও রেহাই মেলেনি। রাস্তার সেই দশা এখনও একই।