অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় গতকাল শনিবার সকালে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর এপির। শনিবার সকালে রাফা এলাকায় তিনটি বিমান হামলায় ২৮ জন নিহত হয়েছেন বলে জানান একজন স্বাস্থ্য কর্মকর্তা।
এপির সাংবাদিকরা জানিয়েছেন, মৃতদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি বিমান হামলায় তিনটি পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন; যার মধ্যে শিশু মোট ১০ জন। সবচেয়ে ছোট শিশুর বয়স তিন মাস।
গাজার দক্ষিণের অঞ্চল রাফাকে আগে ‘নিরাপদ অঞ্চল’ বলে আখ্যা দিয়েছিল ইসরাইল। এবার সেখানেই তাদের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) স্থল অভিযান শুরুর ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অঞ্চলটি থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি।
এই ঘোষণার ঘণ্টাখানেক পরেই রাফায় বিমান হামলা চালানো হয়েছে। তবে ঘোষিত স্থল অভিযান কবে থেকে শুরু করা হবে তা এখনো পরিষ্কার করেননি নেতানিয়াহু। তার এই ঘোষণার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রাফায়।